আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
উপজেলার পল্লী ইন্দোইল চক-সাবাজ গ্রামের এক খামারে এক ছাগল এক সাথে পাঁচটি বাচ্চা প্রসব করেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দোইল চক-সাবাজ গ্রামের মেহেদী হাসানের ছাগলের খামারে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সাধারণত একটি ছাগল এক সাথে দুই থেকে তিনটি বাচ্চা প্রসব হওয়ার ঘটনা সচরাচর দেখা যায়। কিন্তু এক সাথে একটি ছাগলের পেট থেকে পাঁচটি বাচ্চা প্রসব হওয়ার ঘটনা তেমন একটা ঘটে না। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দোইল চক-সাবাজ গ্রামের মেহেদী হাসানের ছাগলের খামারে। ঘটনাটি এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই খবরটি এক কান দুই কান থেকে ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামে। ফলে প্রতিদিন অনেক উৎসুক নারী পুরুষ ওই খামারে গিয়ে বাচ্চাগুলো দেখতে ভিড় জমাচ্ছে।
আরও পড়ুন : দোহারে মাদক রানী টুনিসহ গ্রেপ্তার-২
খামারী মেহেদী হাসান বলেন, ১০ আগস্ট রবিবার বিকেলে তার খামারে দেশী ক্রস জাতের একটি ছাগল কিছু সময়ের ব্যবধানে একে একে পাঁচটি বাচ্চা প্রসব করে এবং আল্লাহ রহমতে সবগুলো এখনো সুস্থ্য আছে। এক ছাগলের এক সাথে পাঁচটি বাচ্চা প্রসবের কথা শুনে গত কয়েক দিন ধরে তার খামারে ভীড় করছেন স্থানীয়রা। তিনি নিজেই মা ছাগল এবং বাচ্চা গুলোর পরিচর্যা করছেন। মায়ের দুধের ঘাটতি দেখা দেওয়ায় বাচ্চাগুলোকে খামারের অন্য ছাগলের দুধ দোহন করে ফিডারের মাধ্যমে খাওয়াতে হচ্ছে বলেও জানান খামারি মেহেদি হাসান।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, এক ছাগলের এক সাথে পাঁচটি বাচ্চা প্রসবের খবরটি শোনার পর বাচ্চাগুলোর সুস্থ্যতার জন্য খামারি মেহেদি হাসানকে সঠিক পরিচর্যা বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি।