দোহার (ঢাকা) প্রতিনিধি :
পাওনা টাকা দিতে গিয়ে মোঃ আশিকুজ্জামান (৪২) নামে ঢাকার নবাবগঞ্জের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের মোঃ জয়নাল আবেদীন এর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় তার ভাই আশিক আরমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ আশিকুজ্জামানের ভাই আশিক আরমান জানান, তার ভাই পাইকারীতে মুরগী বিক্রি করেন। গত (১৭ আগষ্ট) রোববার ঢাকার দোহারে এক ব্যক্তিকে পাওনা টাকা দিতে বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে বের হন। বেলা ১২ টার পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আশিকুজ্জামানের মোবাইলের সর্বশেষ অবস্থান দোহারের হলের বাজার দেখা গেলেও সেখানেও কোন সন্ধান পাওয়া যায়নি আশিকুজ্জামানের ।
আরও পড়ুনঃ নবাবগঞ্জের কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
এ ঘটনায় নবাবগঞ্জ থানার এসআই অপূর্ব শাহা বলেন, নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা সর্বচ্চ চেষ্টা করে যাচ্ছি।