30 C
Dhaka
রবিবার, আগস্ট ২৪, ২০২৫

আশুলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ পাঁচ হাজার টাকা, মাদকদ্রব্য গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান। এর আগে, রবিবার ভোর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকা জেলার ধামরাই থানার বৈন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাব থানার চর উজিলাব এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. কাওসার (২৯)।

যৌথবাহিনী জানায়, ভোররাতে জামগড়া সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের নগদ পাঁচ হাজার টাকা, নেশাদ্রব্য গাঁজাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, সকালে ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!