সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দোহার পৌরবাসী। সোমবার (১৮ আগষ্ট) দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে কর্মসূচীতে অংশ নেয় ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক বাসিন্দার। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার কোন প্রকার সুযোগ সুবিধা না পেয়েও বছরে চাপিয়ে দেয়া হয় হাজার হাজার টাকা ট্যাক্সের বোঝা। তাই পূর্বের ন্যায় এই দুই ওয়ার্ড সুতারপাড়া ইউনিয়নের অন্তর্ভূক্ত করার দাবি জানান তারা।
এ দিকে ৮নং ওয়ার্ডের আড়িয়াল বিলের বাসিন্দারা কর্মসূচীতে অংশ নিয়ে বলেন, আমরা অধিকাংশ মানুষ কৃষক, তাঁতী, জেলে ও নিম্ন আয়ের মানুষ। আমরা সংসার চালাতে হিমসিম খাই, সেখানে এত টাকা ট্যাক্স দেয়া কোনো ভাবেই সম্ভব নয়। এ সময় তারা সকল ট্যাক্স বয়কটের ডাক দেন।
এ বিষয়ে দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, এ বিষয়ে লিখিত চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠনো হবে। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকেও এ বিষয়ে জানতে চেয়েছে। আমরা মন্ত্রানালয়ের সাথে কথা বলে আপনাদের জানাবো।