29 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

সাভারে জাল টাকার নোটসহ গ্রেপ্তার-১ (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সাভার (ঢাকা) প্রতিনিধি :
আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ১৬ হাজার জাল টাকাসহ মোঃ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের একজন পেশাদার জাল টাকার নোট কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।

শনিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রফিককে গ্রেপ্তার করা হয়। তিনি পেশাদার জাল টাকা কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ রুপি মানের ৭৯টি নোট তন্মধ্যে রুপি ক্রমিক নং- 6BT778673 (22×500)=11,000, 6BT778676 (19×500)=9,500, 6BT778678 (19×500)=9,500, 6BT778679 (19×500)=9,500 সর্বমোট 11,000+9500+9500+9500=39500/- রুপি। প্রতি রুপির গায়ে ইংরেজীতে RESERVE BANK OF INDIA FIVE HUNDRED RUPEES সহ হিন্দিতে বিভিন্ন লেখা রয়েছে ও ৫০০ টাকার ২৩২টি জাল নোট জব্দ করা হয়।

পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, জব্দকৃত নোটসহ কারবারিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!