নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ :
ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পানালিয়া এলাকায় ৫ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম হাকিম ওরফে হাসেম নামে (৩০) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগষ্ট) রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় ভুক্তাভোগী শিশুটির মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম পানালিয়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। সে রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটি মাদরাসা থেকে ফিরে বাড়ির পাশে খেলতে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে রান্না করতে থাকেন এবং তার পায়ুপথে ব্যথাসহ জালাপোড়া করছে বলে পরিবারকে জানান। পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় প্রতিবেশি শফিকুল তাকে পাশ্ববর্তী চকে নিয়ে ধর্ষণ করেছেন। ব্যাপারটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্ত শফিকুলকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেন।