নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের খাল থেকে মরিয়ম (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার আদিলউদ্দিন বেপারি ও শাহিদা দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) মরিয়ম তার প্রতিবেশী আরেক শিশুর সাথে বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসল শেষে প্রতিবেশী শিশুটি বাড়িতে ফিরলেও মরিয়ম বাড়িতে ফিরেনি। পরে মরিয়মের মা মেয়েকে না পেয়ে বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন এবং দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনার দুই দিন পর বাড়ির পাশের খালের পানিতে ভাসমান অবস্থায় মরিয়মের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্তান শিশু মরিয়মকে হারিয়ে তার মা পাগল প্রায়। শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।