30 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া চেষ্টা : ভিডিও ভাইরাল

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে এক অসুস্থ বৃদ্ধা স্ত্রীকে শারীরিক নির্যাতন ও জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছে স্বামী খলিলুর রহমান (৭০)। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জীবন্ত কবর দেওয়া চেষ্টার পাশাপাশি শারীরিক নির্যাতনও করেছেন স্ত্রী মোছাঃ খোরশেদা (৬৫)কে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী খলিলুর রহমান। পুলিশ বলছে, অভিযুক্ত স্বামীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, মো. খলিলুর রহমানের স্ত্রী মোছা. খোরশেদা বেগম দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। বিছানাতে থেকে উঠতে না পারায় সেখানে শুয়েই প্রাকৃতিক কাজ সারেন। এদিকে ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা আলাদা হয়ে গেছেন। একমাত্র স্বামীই তার সেবা যত্ন করেন। শুক্রবার বিকালে তর্কাতর্কির জের ধরে রাগান্বিত হয়ে বাড়ির উঠানে দরজার সামনে গর্ত খনন করে স্ত্রী খোরশেদাকে জীবন্ত কবর দেওয়া চেষ্টা করেন। এ সময় অসুস্থ স্ত্রীকে শারীরিক নির্যাতন ও গালাগালও করেন। এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয় জেলাজুড়ে।

খোশালপুর গ্রামের মো. দুলাল মিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। একজন অসুস্থ মহিলাকে জীবন্ত কবর দেওয়া চেষ্টা করা অমানবিক। আমরা এ ঘটনার বিচার চাই। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করতে সাহস না পায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ শনিবার সকালে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন্ত কবর দেওয়া চেষ্টার ভিডিও দেখেই পুলিশ তার বাড়িতে গিয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে খলিলুর রহমান পালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!