দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও সদস্য নবায়ন সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট)) শুক্রবার বিকেলে উপজেলার কালেমা চত্তরে এর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, আমার সামনে যে সকল মা বোনেরা বসে আছেন আপনাদের সবার চেহারায় আমি বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি । আগামী জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আসাবাদ ব্যক্ত করেন।