দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়ির প্রতিবেদকঃ
সৌদি আরবের পুলিশ ব্যাংক গ্রাহকদের প্রতারণারসহ ৪৩ টি অপরাধমূলক কাজের জন্য জেদ্দায় ২৩ জন এশিয়ান বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মক্কা প্রাদেশিক পুলিশ জানিয়েছে, যে ২৩ জন বাসিন্দা পাকিস্তানি ও ভারতীয় নাগরিক ছিলেন। তাদের অপরাধের মধ্যে ছদ্মবেশ ধারণও রয়েছে ৷
অপরাধীরা, ব্যাংঙ্কের কর্মচারী হওয়ার ভান করে, ক্ষতিগ্রস্তদের কাছে এলোমেলো বার্তা পাঠিয়ে দাবি করে যে, তাদের এটিএম কার্ডগুলি ব্লক করা হয়েছে। তারা ভুক্তভোগীদের কার্ড পুনরায় সক্রিয় করার জন্য গোপন তথ্য এবং ওটিপি নম্বর প্রদান করতে বলে এটিএম কার্ডের পিন নম্বর নিয়ে টাকা আত্মসাৎ করতেন অপরাধকারীরা।