31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৬, ২০২৫

প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে ৬৫ কোটি টাকা মালামাল পুড়ে ছাই

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় অবস্থিত নীলিমা ব্যাগ মিলস লিমিটেড নামের এই কারখানায় আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষের দাবি, এতে ৬০ থেকে ৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে কারখানার আইপিএস রুম থেকে প্রথমে আগুন ও ধোঁয়া বের হতে দেখেন কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানার ভেতরে ৫-৬ জন শ্রমিক কাজ করছিলেন। তারা দ্রুত ছাদ দিয়ে বের হয়ে অন্যদের বের করে আনেন।

আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। নিয়মিত টহলরত সেনাবাহিনীর দুটি গাড়ি ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার মালিক মো. আনিছুর রহমান জানান, প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সেদিনই কারখানায় উৎপাদন শুরু হয়েছিল। আগুনে পুড়ে বিপুল পরিমাণ প্লাস্টিক কাঁচামাল এবং অন্যান্য মালামাল নষ্ট হয়েছে। তবে সৌভাগ্যবশত, কোনো শ্রমিক হতাহত হননি।

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর জানান, তারা কাঁচের জানালা ভেঙে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করেন এবং কিছু প্লাস্টিক কাঁচামাল ও অন্যান্য জিনিসপত্র বের করে আনতে সাহায্য করেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আইপিএস-এর শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!