দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর বর্বরোচিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ ও তার স্ত্রী শিরিন আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহরের পশ্চিম দাসরা এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওসি জানান, গ্রেপ্তারকৃত শিরিন আক্তার মুক্তা ও শফিকুল ইসলাম সোহাগ দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই দম্পতির বিরুদ্ধে আন্দোলনে সহিংসতা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।