নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, যেই সব জেলা বা উপজেলায় ভোটার সংখ্যা বেশি সেই সব জেলা বা উপজেলায় সংসদীয় আসন বাড়বে আর যেই সব জেলা বা উপজেলায় ভোটার সংখ্যা কম সেখানে আসন কমবে। ভোটার সংখ্যার ভিত্তিতেই সীমানা নির্ধারণ করা হয়েছে।
যেহেতু দোহার ও নবাবগঞ্জ সংসদীয় (ঢাকা-১) আসনে সেই অনুপাতে ভোটার সংখ্যা কম। তাই দোহার ও নবাবগঞ্জ (ঢাকা-১) আসনও ভাগ হচ্ছে না। ফলে পূর্বের নির্ধারিত সীমানা অনুযায়ী দোহার ও নবাবগঞ্জ (ঢাকা-১) আসন ভাগ না হয়ে একটি আসন হিসেবেই থাকছে।