দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়ির প্রতিবেদকঃ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার সরকারী সফরে গ্রিসে পৌঁছেছেন। পরে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সাথে এক আলোচনায় অংশ গ্রহন করেন ।
প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, “গ্রিসে এসে আমি খুবই আনন্দিত এবং উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ যা আমার এবং সৌদি আরবের জন্য অনেক বেশি সম্মানজনক ।” যুবরাজের সম্মানে একটি স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং উভয় নেতা অনার গার্ড পরিদর্শন করেন।
মঙ্গলবার সন্ধ্যায় উভয় দেশের মধ্যে বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়। তাছাড়া সামরিক ও অর্থনীতি বিষয়ে সহযোগিতার স্মারকও স্বাক্ষরিত হয়।