27 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

মানিকগঞ্জে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলার উদ্বোধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ ও ফলজ মেলা।

সবুজে সাজানো এক নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা (যুগ্ম সচিব)।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে বসবাস উপযোগী করে গড়ে তোলা সম্ভব। এটি কেবল পরিবেশ সুরক্ষাই করবে না, দেশের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, একজন মানুষের প্রতিদিন প্রায় ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়, যা আমরা গাছ থেকেই পেয়ে থাকি। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

উদ্বোধনের পর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ফল ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়, যা নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টিতে সহায়ক হবে।

এই মেলা মানিকগঞ্জের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!