দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার বিলসপুরে জমি দখলের অভিযোগ উঠেছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মোল্লা ও তার ছেলে মোঃ মাসুদ মোল্লার বিরুদ্ধে। এ বিষয়ে ঐ এলাকার শাহিন মোল্লা, হাসান মোল্লা, ও মিজান মোল্লা নামে তিন ব্যক্তি এমন অভিযোগ এনে গত দুই দিন আগে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোহার উপজেলা ভূমি অফিস, দোহার থানা ও দোহার প্রেসক্লাব বরাবর।
অভিযোগে উল্লেখ করেন, জয়কৃষ্ণদেবপুর এলাকায় আর এস-৮৬৩ দাগে তাদের মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছে। এতে বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় দোহার উপজেলা প্রশাসনের কাছে সহায়তার চেয়েছেন তিনি।
এমন অভিযোগের ভিত্তিতে মোঃ আলাউদ্দিন মোল্লা বলেন, আমি বা আমার পরিবারের কেউ কোন প্রকার কারো জমি দখল করিনি। আমাদের উপর মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আপনারা চাইলে আমি আমার জমির বৈধ মালিকানার কাগজ দেখাতে পারবো।
এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি তাসফিক সিগবাতউল্লার সাথে যোযোগ করলে তাকে তার কর্যালয়ে পাওয়া যায়নি।