নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দোহার উপজেলার এমদাদুল হক (২৮), আবুল বেপারী (২৫), মোঃ রাজন শিকদার (২৫), শেখ ফারুক (৩০), শ্রীনগর উপজেলার সুমন রাজবংশী (৩৫), শহিদুল (৫১) ও লৌহজং এলাকার রবিউল শেখ (২৬)।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দোহার উপজেলার উত্তর শিমুলিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ওরুফে আবুল খালাসি এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত প্রায় সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল আবুল খালাসির বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে প্রায় ৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দোহার থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করেন। পরে পুলিশের একটি বিশেষ টিম ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের কাছে থেকে প্রায় ১ ভরি ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা গত ১৪ জুলাইয়ের ডাকাতি ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।