নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রবিবার (২৭ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় দোহার সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ আরশাফুল আলম (পিপিএম) এর দিক নির্দেশনায় দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু সাদেকসহ পুলিশের একটি বিশেষ টিম দোহার থানার মামলা নং-২৫ তারিখ-২০/০৬/২০২৫ খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড এর এজাহার নামীয় ১নং আসামী আবির সরকার এর ফৌঃকাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে প্রাপ্ত তথ্য মতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের কাজিরহাট থানার কসবা এলাকার কাঞ্চন হাওলাদার এর দুই ছেলে হৃদয় হাওলাদার (২৫) ও নাঈম হাওলাদা (২১), গাজীপুরের পূবাইল হায়দারাবাদ এলাকার মজিবর বেপারীর ছেলে স্বপন বেপারী (২৭), কুমিল্লা জেলার দেবীদার থানার গোপালনগর এলাকার জহির উদ্দিন ওরুফে জনু সরকার এর ছেলে কামরুল সরকার ওরুফে গাঙ্গুয়া (৪৫),
ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।