নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে যৌথ বাহানীর অভিযানে ১৩৭৫ পিচ ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রবিবার ও সোমবার সেনাবাহীনী ও পুলিশের যৌথ অভিযানে নবাবগঞ্জের বিভিন্ন এলাক থেকে তাদের গ্রেপ্তার করা।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, নবাবগঞ্জের শংকরখালী এলাকার মোঃ মাহিউদ্দিন এর ছেলে ইয়ামুল ইসলাম ইমন (২২), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার মদনখালী এলাকার মৃত ইমামুল হোসেন খান এর ছেলে মোঃ কাউসার খান (২৫), নবাবগঞ্জের নতুন বান্দুরা এলাকার মৃত মোহন বেপারীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ওরফে কালু (৩০)।
ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।