দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহারের বানাঘাটা এলাকায় এলজিইডির ৬৪ লাখ টাকার প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজের আগেই রাস্তায় নেমেছে ধস। সিডিউলের বাইরে নিন্মমানের ইট দিয়ে কাজ করছেন শ্রমিকরা। মাটির বদলে দেয়া হচ্ছে বালু। এছাড়া ১০ ফুট প্রস্থের রাস্তাটি কোথাও কোথাও ৮ ফুট কাজ করা হয়েছে। এমন নানা অভিযোগে ক্ষিপ্ত এলাকাবাসী। তাদের দাবি সঠিক নিয়মে কাজ শেষ না হলে অল্প সময়ে রাস্তাটি আবার ক্ষতিগ্রস্থ হবে।
এলাকার বাসিন্দা আবুল বেপারী বলেন, মাটি ভরাটের নামে বালু দিয়ে বর্ডারের কাজ করা হয়েছে তাই রাস্তা ধসে গেছে। এখানে যে ইট ব্যবহার করা হয়েছে তার কোন নাম্বার নেই। আমরা চাই প্রশাসনের হস্তক্ষেপে সঠিক নিয়মে কাজ করা হোক।
অপর এক বাসিন্দা রিপন শরিফ বলেন, রাস্তার অনিয়মের শেষ নেই। আমরা বারবার ঠিকাদারকে আসতে বলেছি কাজ দেখার জন্য তিনি আসেননি। আমাদের ট্যাক্সের টাকায় এমন অনিয়ম সহ্য করা হবেনা।
এ বিষয়ে মোল্লা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ঠিকাদার মুকলেস বললেন, মাটি না পাওয়ায় বালুর বস্তা দেয়া হয়েছে। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন।
এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী মোঃ রাজু আলম বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের সুযোগ নেই। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।