দানিচ খান জুয়েল, সৌদি আরব ও মধ্যেপ্রাচ্যের সিনিয়র প্রতিবেদকঃ
সৌদির ক্রাউন প্রিন্স ও NEOM-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ বিন সালমান ভবিষ্যতের শহর দ্য লাইনের নকশা ঘোষণা করেছেন।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্য লাইন হল একটি সভ্যতাগত বিপ্লব যা মানুষের মৌলিক অধিকারকে গুরুত্ব দিয়ে ও আশেপাশের প্রকৃতিকে রক্ষা করে চলা অভূতপূর্ব শহরে জীবন যাপনের অভিজ্ঞতা প্রদান করবে । যে কোন তেলচালিত বা পরিবেশ দূষন করে এমন যানবাহন চলাচল করবে না ও প্রাকৃতিক দূষণ থাকবে না।