সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বসত বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে অসহায় এক রিকশা চালক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার দোহার প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী শারমিন আক্তার ও আদিল দম্পতি।
এ সময় ভূক্তভোগী আদিল বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারের লীজকৃত সাড়ে ১২ শতাংশ জায়গায় ঘর তুলে বসবাস করে আসছি। গত পাঁচ মাস আগে আমার বসতবাড়ি একবার ভেঙ্গে দিয়েছিলো উপজেলার বিলাসপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু পান্নু বেপারী (৪৫)। সেই থেকে আমার বাড়ি ও জমি দখল করার পায়তারা করে আসছে। আমার বসতবাড়ি ভূমিদস্যু পান্নুর লাগবে এবং দখল করে নিবে বলে হুমকি দিয়ে আসছে। এমন কি ঘর তুলে বাউন্ডারি দিয়েছে। বাউন্ডারি করার সময় আমি বাধা দিলে পান্নু বেপারী গংরা আমাকে মারধর করে।
আদিলের স্ত্রী শারমিন আক্তার বলেন, আমার স্বামী একজন রিকশা চালক। আমার তিন ছেলে-মেয়ে ও স্বামী নিয়ে এই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছি। কিন্তু ভূমিদস্যু পান্নু বেপারি আমাদের শেষ সম্বলটুকু কেড়ে নিতে চাচ্ছে। পান্নুর টাকা আছে, প্রভাব আছে। অবৈধভাবে বালু ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে। তার টাকার প্রভাবের কাছে আমরা অসহায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
আদিলের স্ত্রী আরো জানান, ইতোমধ্যে চাঁদাবাজির মামলায় পান্নু বেপারীকে দোহার থানা পুলিশ গ্রেপ্তার করেছেন। বর্তমানে তিনি জেলে রয়েছে। কিন্তু তবুও তার লোকজন আমাদের উপর জুলুম করছে, হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের সাহায্য প্রার্থনা করছি, আপনারা আমাদের পরিবারের পাশে দাড়িয়ে আমাদের সহযোগিতা করুন।
উল্লেখ্য, এ বিষয়ে এর আগে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনেও ভূক্তভোগী শারমিন আক্তার ও আদিল দম্পতি মানববন্ধন করে ছিলেন।