সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার মুন্সি বাড়ির একটি পুকুর পাড়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা করে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ জসিম (৪৩), একই এলাকার মাহতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাবেল (৪৯), লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ আল-আমিন শেখ (২০), আন্ত-বাহ্রা এলাকার শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে শেখ মিরাজ হোসেন (২৫)
পুলিশ সূত্রে জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকায় ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে। এ ঘটনা এলাকাবাসী ঘটনা টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাডাকি করলে লোকজন জড়ো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যায়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, গ্রেপ্তারকৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাঁদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। ডাকাতির পাশাপাশি গ্রুপ নেতা জসীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর নামে একাধিক মামলাও রয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাঁদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
এ দিকে গ্রেপ্তারকৃতদের পুলিশ ডাকাত বললেও স্থানীয় শিলাকোঠা বাংলাবাজারের এক ব্যবসায়ী বলেন, এরা সবাই মাদক কেনাবেচা ও সেবনের সাথে জড়িত।