32 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫

নবাবগঞ্জে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে পুলিশের অভিযানে লুন্ঠিত গলিত স্বর্ণের টুকরাসহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ ও পাথরসহ ৩ ভরি ৫ আনা এবং রুপার বিভিন্ন অলংকারের অংশসহ ৮০ ভরি রুপা উদ্ধারসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ডাকাত সর্দার খোকনসহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (২০ জুলাই) বিকেলে ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাংগা থানার সুলনা চান্দ্রা এলাকার মৃত আউয়াল এর ছেলে ডাকাত সর্দার মোঃ খোকন ওরফে জসিম (৩৮), একই থানার খাটরা এলাকার মৃত লতিফ মাতবর এর ছেলে মোঃ সালাম (৫৬), রুরুল্যাগগঞ্জ ইউনিয়নের বাররা এলাকার সরোয়ার মাতুব্বর এর ছেলে সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), নীলফামারী জেলার ডোমার উপজেলার পূর্ব বাগডোকরা এলাকার আব্দুল ইসলাম এর ছেলে হামিদুল (৩৭), ঢাকা ডিএমপির পল্লবী থানার রোড নং-৩, ব্লক-ত, বাসা নং-২৪৮, আব্দুল করিম এর ছেলে শফিকুল ইসলাম (৪৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের তত্ত্বাবধানে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পিপিএম এর দিক নির্দেশনায় জনাব নবাবগঞ্জ থানার অফিসার ইনচাজ মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার খোকনসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ডাকাতি হওয়া বিপুল পরিমান স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়।

ঢাকা জেলা দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, লুন্ঠিত গলিত স্বর্ণের টুকরাসহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ ও পাথরসহ ৩ ভরি ৫ আনা এবং রুপার বিভিন্ন অলংকারের অংশসহ ৮০ ভরি রুপা উদ্ধারসহ আন্ত:জেলা ডাকাত চক্রের ডাকাত সর্দার খোকনসহ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীদের নামে ঢাকা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাবগঞ্জ থানার মামলা নং- ০৯(০৫)২৫ ও ১৩(০৭)২৫ এর সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে রবিবার সকালে তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!