দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
সারা দেশে প্রশাসনের উদাসীনতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশনা ও সহযোগিতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, দুপুরবেলা মানিকগঞ্জ শহরের খালপাড় থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার।
এ সময় দেশের চলমান রাজনৈতিক সংকট ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিএস জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব, যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, জাকির হোসেন, সাইদুর রহমান, সাব্বির হোসেন, রিপন, রনি, শামসুল হক, এক নম্বর সদস্য এনামুল হক সিকান্দার।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একটি চিহ্নিত চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিলে “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “স্বৈরাচার আর রাজাকার হয়ে গেছে একাকার” ইত্যাদি স্লোগান দেওয়া হয়।