সিনিয়র প্রতিবেদক :
নবাবগঞ্জ উপজেলার চালনাই সড়কে সংঘটিত মারাত্মক মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে আরমান হোসেন নিহত হয়েছেন। কিন্তু জীবন মরন সন্ধিক্ষণে রয়েছেন মোঃ আবির আহমেদ স্বরন। তিনি মারাত্মক আঘাতে তার মাথার একপাশ থেতলে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী ইতি আক্তার। এছাড়াও তার হাত-পা ও বুকের পাঁজরের দুটি হার ভেঙে যাওয়া এবং পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংগসমূহ চরমভাবে খতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) সন্ধায় চালনাই ব্রিজের ঢালে মোটরসাইকেলের মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। মোঃ আবির আহমেদ স্বরন ইউনিলিভার বাংলাদেশের নবাবগঞ্জ শাখার একজন বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। শনিবার বিকেলে কাজ শেষে বিক্রির হিসাব দিতে নবাবগঞ্জ ফেরার পথে অপর দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেল বেপরোয়াভাবে এসে মোঃ আবির আহমেদ স্বরনের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরমান হোসেন নামে ওই যুবক নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় স্বরনকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে ভাঙা হাত-পার চিকিৎসা শেষে পরে বুকের চিকিৎসার জন্য জাতীয় বক্ষব্যাধী হাসপাতালে নেয়া হয়েছে।
আহত মোঃ আবির আহমেদ স্বরনের স্ত্রী ইতি আক্তার বলেন, স্বরনের অবস্থা অনেক খারাপ। জানিনা আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। স্বরন মারাত্মকভাবে আঘাত পেয়ে মাথার একপাশ থেতলে গেছে। এছাড়াও তার হাত-পা ও বুকের পাঁজরের দুটি হার ভেঙে যাওয়া ও পাকস্থলীসহ শরীরের বিভিন্ন অংশে অনেক জখম হয়েছে। ডাক্তার বলেছেন প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই।