সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পালামগঞ্জের কবরস্থান সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ জামালচর এলাকার এনাই এর ছেলে। সোহাগ মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়। সোহাগ যে মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন সে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একই এলাকার শাহজাহানের ছেলে শাওন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ টার দিকে পালামগঞ্জের কবরস্থানের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। গুরতর আহত হয় সোহাগ। পরে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত বলে ঘোষণা করে। সোহাগের মৃত্যুর খবরে ভয় পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় শাওনসহ অন্যান্য আহতরা।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।