সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহক নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকার মরহুম মোঃ আনোয়ার হোসেন এর মৃত্যুদাবীর ১৩ লাখ ২০ হাজার ৪৩০ টাকা চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, মরহুম মোঃ আনোয়ার হোসেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডে দুইটি জীবন বীমা করে ছিলেন। পরবর্তিতে তিনি একটি বীমায় ২টি প্রিমিয়াম এবং অপর একটিতে তিনি ৩টি প্রিমিয়াম এর টাকা জমা দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ হার্ট এট্যাক করে তিনি মৃত্যু বরণ করলে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ খবর পেয়ে তার স্ত্রীর হাতে ২টি বীমার বিপরিতে মৃত্যুদাবীর ১৩ লাখ ২০ হাজার ৪৩০ টাকার ২টি চেক তুলে দেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড নবাবগঞ্জ সার্ভিসিং সেন্টার এর ইনচার্জ ইভিপি মোঃ লুৎফর রহমান, বিশেষ অতিথি এভিপি মোঃ আলী হোসেন।
এছাড়াও পালামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন এর সভাপতিত্বে ও ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড নবাবগঞ্জ সার্ভিসিং সেন্টার দোহার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাসুম এর সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মোঃ আলমগীর মুবীন চৌধুরী, শাহাদাৎ শিকদার, মোঃ লুৎফর রহমান, নাসির উদ্দিন পল্লব, মোঃ মজিদ বেপারী, মোঃ রমজান মোল্লা, আব্দুল হালিম শিকদার ও মোঃ নূরুল ইসলাম জয়সহ আরও অনেকে।