সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রায় ৪০ জন শ্রমিক পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মোঃ তারেক হোসেন এর উদ্যোগে দোহার প্রেসক্লাবের হল রুমে এ খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শ্রমিক পরিবারের লোকজন খাবার ও বস্ত্র পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান। উপকারভোগীরা বলেন, শ্রমিক দিবসে অনেকেই পোস্টার ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায় কিন্তু শ্রমিকদের কেউ সাহায্য করে না। আজ প্রেসক্লাবে এমন আয়োজনে আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম, ওসি তদন্ত মোঃ নূর-নবী, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সহ-সভাপতি মোঃ অলি আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, যুগ্ন সম্পাদক আবু নাইম তাই , মিয়া সদস্য মোঃ শাহাজাহান, মোঃ সুজন খান, মোঃ কাজী জোবায়ের আহমেদ, তানজিম ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ সুজন হোসেন, নাজনীন শিকদার, শরীফ হাসান, আল-আমীন, মাকসুমুল মকিমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও দোহার থানার পুলিশের আন্যান্য সদস্যরা।