নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মধ্যবানাঘাটা এলাকা হতে রাইয়ান নামে চার বছরের এক শিশু অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। রাইয়ান বানাঘাটা এলাকার মোঃ উজ্জল মোল্লার ছেলে।
শিশুটির বাবা উজ্জল মোল্লা জানান, তার ছেলে আজ দুপুরে বাড়ির সামনে খেলা করছিলো। এ সময় মোটরসাইকেলে করে এক লোক রাইয়ানকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় রইয়ানের দাদা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে কিছুদূর গিয়ে একটি দোকানের সামনে রাইয়ানকে রেখে পালিয়ে যায় অপহরণকারী। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার একই এলাকায় আরও এক শিশুকে কৌশলে অপহণের চেষ্টা করে ব্যার্থ হয় অপহরণকারীরা।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।