সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে এক রাতে চার বাড়িতে খড়ের গাদা ও রান্না ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে গিয়ে মাসুম খান নামে এক ব্যক্তির পায়ের রগ কেটে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর ও চৈরাহাটি তালতলা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বড় বক্সনগর গ্রামের আত্রব আলী মস্তানের মাজারে পাশের ঘরে থাকা খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর একই গ্রামের হরিপদ সরকারের খরের গাদা, চৈরাহাটি গ্রামের স্বদেব সরকার লাকড়ির গাদায়ও আগুন দেয় দুর্বৃত্তরা। কিছু সময়ের মধ্যে বড় বক্সনগর গ্রামের মাসুম খানের রান্নাঘর ও লাকড়ির ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নেভানোর সময়ে রান্না ঘরে থাকা বটিতে লেগে মাসুম খানের পায়ের রগ কেটে গেলে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। একই রাতে গ্রামের চার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় আতংকে রয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।