29 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না : খন্দকার আবু আশফাক

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কারো প্রভাবে অসহায় হয়ে যান, তাহলে জাতি অসহায় হয়ে যাবে। আপনাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করতে চায় তাহলে আমিসহ আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারাই অন্যায় করবে তাদেরকে আইনের মাধ্যমে শক্ত হাতে দমন করতে হবে। ঢাকার দোহার উপজেলায় শনিবার (১৯ এপ্রিল) দুপরে জয়পাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অডিটিরিয়ামে উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, আমাদের দলের নেতাকর্মমীরা কখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করবেন না। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক আলোচনা না করার জন্য সবাই আহবান জানান।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পাড়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য ও ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মালিকান্দা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকিব ফারুকী, পদ্মা সরকারি কলেজের এমারত হোসেন ইমরান, কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রথীন্দ্রনাথ দত্ত এবং বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিদ্দিকুর রহমান, জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক নাসরিন খানম, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস মিয়া, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবতোষ সাহা, মালিকান্দা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, পদ্মা সরকারি কলেজের প্রভাষক তারেক রাজীব, প্রভাষক সেলিম হোসেনসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!