নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরাণীগঞ্জে ২০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাঈম (২২) ও মোঃ ফয়সাল (২৪) নামের দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ক্ষিণ ডিবি পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জে থানাধীন হাসনাবাদ এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ মাজার গলি এলাকার মোঃ নাসির হোসেনের ছেলে মোঃ নাঈম ও ধলেশ্বর মধ্যপাড়া এলাকার মৃত মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ ফয়সাল।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান এর সংগীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে ২০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামী মোঃ নাঈম এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে।