নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সাভারে মোঃ রাশেদ মোল্লা (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে সাভার মডেল থানাধীন পদ্মার মোড় ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাশেদ সাভার মডেল থানার যাদুরচর এলাকার এরশাদ @ এছাক মোল্লা ছেলে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশসূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার উত্তর ডিবি পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম এর সংগীয় অফিসার ও ফোর্স ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।