নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়া থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ শেখ (৩৩) নামের একজন মাদক ব্যবসায়ী ঢাকা জেলার ডিবি (উত্তর) এর হাতে গ্রেপ্তার। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর শেখ বাড়ির শেখ রেজাউলের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে ও এসআই মোঃ আনোয়ার হোসেন এর সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।