সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতরা ৩৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ শাহজাহান এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ ঘটনায় বাড়ির মালিক জয়পাড়া বাজার ব্যবসায়ী আল-জাহান ট্রাভেলস ও আল- জাহান মটরস এর কর্ণধার মোঃ শাহজাহান বলেন, ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির নিচতলার বাড়ান্দার গেট ভেঙ্গে বাড়ির ঘরের ভিতর প্রবেশ করে ডাকাতরা মোঃ শাহজাহানের গলায় ধারালো দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরের সবাইকে হাত বেঁধে ফেলে। পরে শাহজাহানের স্ত্রী আকলিমা আক্তারের গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে দিতে বলে ঘরের ভেতর আলমাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এ সময় ডাকাতরা বাড়ির দ্বিতীয় তলায় তার মেয়ে নুসনাত জাহান ও তাসনিম জাহানের ঘরসহ মোট তিনটি ঘরের আলমিরা ও অন্যান্য সব আসবাবপত্র ভেঙ্গে ৩৩ ভরি স্বর্ণ ও নগদ আনুমানিক দুই লক্ষ টাকাসহ প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে লুট করে যাওয়ার সময় বিভিন্ন হুমকি দেন ও বাড়ির সিসি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে যায় ডাকাতরা বলে জানা গেছে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওসি তদন্ত মোঃ নূর-নবীকে পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবার লিখিত কোন অভিযোগ করলে বিষয়টি আইনিপ্রক্রিয়ায় গুরুত্বের সাথে দেখা হবে।