নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে ঢাকার দোহারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার জয়পাড়া বড় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেমা চত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক বিকাশ চন্দ্র সরকার ও স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ খলিলুর রহমান খলিলের নেতৃত্বে আনন্দ র্যালীতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেছেন, আগামী দিনে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশি শক্তিশালি ও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগা¥ আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য ওয়াজেদ আলী খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান খান, হারুন বেপারী, নজরুল ইসলাম, ইসহাক হোসেন, শফিকুল ইসলাম, মোঃ মাসুদ, বাবুল শিকদার, মোকতার হোসেন, মোঃ লিটন, মোঃ সোহাগ, বশির আহমেদ, মুনসুর হোসেন, ফরিদ মোল্লা, কামাল হোসেনসহ উপজেলার অন্যান্য ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।