27 C
Dhaka
বুধবার, এপ্রিল ১৬, ২০২৫

দোহারে উৎসবমুখর পরিবেশে “দোহার প্রেসক্লাব” এর বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনে ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ও দোহার প্রেসক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দোহার প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।

এ সময় দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসবের দিন। আর এ উৎসব আমাদের বাঙালি সত্ত্বাকে করেছে আরো ঐতিহ্যময়।

তিনি আরো বলেন, এই বর্ষ বরণ অনুষ্ঠানের মত সুন্দর কোনো অনুষ্ঠান আমি এর আগে কখনো দোহার প্রেসক্লাবে দেখিনি। আজকের এ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি সাধারণ সম্পাদক আতাউর রহমান সানিকে। পাশাপাশি প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তাদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য।

সাধারণ সম্পাদক আতাউর সানি বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ। নববর্ষে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সবার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করুক। দোহার প্রেসক্লাবে এমন একটি আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করছি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে পারব। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান।

এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে পাঞ্জাবি, প্রেসক্লাবের পরিচপত্র (আইডি) প্রদান করা হয়। পাশাপাশি দুপুরের খাবার হিসেবে পান্তা, ইলিশ, বিভিন্ন ফল, দই, খই, মিষ্টি ইত্যাদি দেশীয় খাবারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, সদস্য মোঃ সুজন খান, কাজী জোবায়ের আহমেদসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

পরে দোহার প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!