34 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

দোহারের বিলাশপুরে বিয়েতে রাজি না হওয়ায় শাহজাহান মাঝির বিরুদ্ধে মারধরের অভিযোগ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বিলাশপুরের ছোট রামনাথপুর এলাকায় বিয়েতে রাজি না হওয়ার কারণে ভুক্তভুগি পারভিন আক্তার ও তার বড় বোনকে মারধর করার অভিযোগে ওই এলাকার আব্দুল কাদের এর ছেলে মোঃ শাহজাহান মাঝি (৬৫) ও খোকন মাঝির ছেলে মোঃ রিফাত মাঝি (১৮) এর বিরুদ্ধে। এ নিয়ে দোহার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে শফিকুল হকের মেয়ে পারভীন আক্তার (২৫) বাদী হয়ে দোহার থানায় এ অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ঐখানে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন শাহজাহান মাঝি।

এ ঘটনায় ভুক্তভোগি পারভীন আক্তার জানান, আমার বাড়ি বরিশালে পটুয়াখালী থানায়। আমার স্মামী মারা যাওয়ার পর আমি আমার দুলাভাইয়ের বাড়িতে প্রায় ১ বছর যাবত বসবাস করছি। আমি এখানে আসার পর থেকেই শাজাহান মাঝি নামের লোকটা আমাকে বিরক্ত করে আসছে। তিনি আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি রাজি হইনা বলে প্রায় দিনই বাড়িতে বিভিন্ন লোক পাঠিয়ে আমাকে জোড় করে রাজি করাইতে চায়। আমি বাহিরে পানি আনতে গেলেও আমাকে বিভিন্ন ভাবে বিরক্ত করে। তার যন্ত্রনায় এখন আমার জিবন অতিষ্ঠ হয়ে গেছে।

তিনি আরও বলেন, শাহজাহান মাঝি আজ এ বিষয়ে আমাদের সাথে ঝগড়া করে আমার বড় বোন ও আমাকে মারধর করে আমাকে জোড় করে বিয়ে করতে চেয়েছে।

এ বিষয়ে আমরা দোহার থানায় আইনের স্মরণাপন্ন হলে উল্টো পুলিশ আমাদের সহযোগিতা না করে বলে বেশি করে কাবিন করে বিয়েতে রাজি হয়ে যাও। আমরা তোমাদের মিলাইয়া দেই।

এ ঘটনায় পারভীনের বোন সারমিন বেগম বলেন, আমার বোনকে আমি বিয়ে দিবোনা। আমাদের জায়গা নিয়ে একটা ঝামেলা গেছে এই নিয়ে আমরা অনেক সমস্যায় আছি। আমার বোনের জামাইটা মারা গেছে ১ বছর হয়। আর এই ১ বছর ধরে শাহজাহান মাঝি আমার বোনকে বিয়ের প্রস্তাব দিয়ে আসতেছে। সে অনেক মানুষ পাঠাইছে, হুজুর ও মেম্বারদেরকে পাঠাইছে। কিন্তু আমি মানা করেছি। আমি আমার বোনকে বিয়ে দিবোনা।

তিনি আরও বলেন, আমার বোনকে বিয়ে দিতে রাজি হইনা বলে বিভিন্ন ভাবে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। আমার বোনের আড়াই বছরের একটা ছেলে আছে। আমরা গরীব মানুষ। আমার স্বামী রিক্সা চালাইয়া আমাদের সবার সংসার চালায়। কিন্তু আজ আমাকে ও আমার বোনকে টেনে নিয়ে পোলাপান নিয়ে মারছে। আমাদেরকে মারতে মারতে রাস্তায় ব্রিজের গোড়ায় নিয়ে মারছে। আমরা এর বিচার চাই।

ভুক্তভোগি পারভিনের বোন জামাই আদেল হাওলাদার জানান, আমরা শাহাজাহন মাঝির কাছে আমার শালিকে বিয়ে দিবোনা। শাহজাহান মাঝি বাসায় এসে বলে, আমি যদি আব্দুল কাদের মাঝির ছেলে হয়ে থাকি তাহলে তোর শালিকে বিয়ে করবোই। দেখি কে কি করতে পারে আমার। এই নিয়ে থানায় অভিযোগ করার পর থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমাদের জিবনের নিরাপত্তা নাই।

এই ঘটনায় অভিযুক্ত শাহজাহান মাঝি কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিবেনা বলে জানালেও পরে তিনি বলেন, এ বিষয় নিয়ে থানায় সমাধানের জন্য আলোচনা হয়েছে, আমি অনেক আগে বিয়ের প্রস্তাব দিয়েছি, আজ আমি তাদের বাসায় যাই তখন আমার দাড়ি ও পাঞ্জাবি ধরে টানাটানি করেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা।

এ বিষয়ে দোহার থানা ডিউটি অফিসার এসআই আবু সাদেক জানান, শাহজাহান মাঝির নামে একটা অভিযোগ হয়েছে তবে এখনো ঘটনার তদন্তে যাওয়া হয়নি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!