34 C
Dhaka
সোমবার, এপ্রিল ১৪, ২০২৫

খেলাফত মজলিসের ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
গাজার রাফায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন মুসলিম সচেতন নাগরিকদের ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে খেলাফত মজলিস পৌর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

পৌর শাখার সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা শেখ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “মুখে মানবাধিকারের কথা বললেও ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। ফিলিস্তিনের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতিগ্রস্ত করেনি, প্রতিটি মুসলিমের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে সারা বাংলাদেশ তথা মানিকগঞ্জে ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে।”

তিনি শনিবার গাজার জন্য অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বলেন, “বর্বর ইসরাইল অবৈধভাবে মুসলমানদের হত্যা করছে, এতে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত এবং কলিজায় আগুন জ্বলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সভাপতির বক্তব্যে মাওলানা শেখ মাহবুবুর রহমান বলেন, “বিশ্বের মোড়ল ও জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নীরব থাকলে তাদের কোনো প্রয়োজন নেই।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি মুফতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেওয়ান তানজিল আহমদ ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা জাবের আল সাফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খেলাফত মজলিসের কয়েকশত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!