নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রদিবাদে ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের জণগণ। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের জয়নালের মোড় থেকে ইউনিয়নের সর্বস্থতরের জণগনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি জয়নালের মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহ্রা ঘাটে এসে শেষ হয়।
এ সময় মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় ফিলিস্তিনে নিরিহ মানুষ হত্যা অবিলম্বে বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান ও ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন সবাই। পরে ইসরাইলের পতাকা পোড়ান বিক্ষোভকারীরা।