সিনিয়র প্রতিবেদক :
বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্নসাত ও টাকা চাইতে গেলে মামলাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদানের অভিযোগ এনে শেখ রাসেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া এলাকার ভুক্তভুগি সিমা আক্তার (৪৫) নামের এক অসহায় নারী।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভূগি এই নারী। এ নিয়ে দোহার থানায় অভিযোগ করলেও এখনও কোন প্রতিকার পাননি এই অসহায় নারী।
অভিযুক্ত রাসেল দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া পল্লিবাজার কবরস্থান সংলগ্ন শেখ নরুল ইসলামের ছেলে বলে জানান এই নারী।
ভুক্তভুগি সিমা আক্তার জানান, আমার ছেলে সোহান ও আমার ভাতিজা ঝিল্লুকে দুবাই পাঠানোর কথা বলে আমাদের কাছে থেকে প্রথমে ২ লক্ষ ৬০ হাজার টাকা নেয় রাসেল। পরবর্তীতে ভিসা, হোটেল বুকিং এর কাগজ ও মেডিকেলের কাগজ দিয়ে পুনরায় ২ লক্ষ ৪০ হাজার টাকা নেয় রাসেল। এই দুইবারে মোট ৫ লাখ টাকা নেয় রাসেল। পরে আমরা রাসেলের দেওয়া কাগজপত্র যাচাই করে তা ভুয়া বলে জানতে পারি।
তিনি আরও জানান, আমি ধার-দেনা করে এনজিওতে থেকে কিস্তিতে টাকা উঠিয়ে রাসেলকে টাকা দিয়েছি। এখন আমাদের দেওয়া ৫ লাখ টাকা চাইতে গেলে আমাদের টাকা না দিয়ে উল্টো আমাদের মামলাসহ বিভিন্ন ধরনের হুমকি ও শারিরক নির্যাতন করে। এ নিয়ে দোহার থানায় অভিযোগ করলেও কোন প্রতিকার মিলছে না। তাই বাধ্য হয়ে আজ সংবাদ সম্মেল করছি। আমি আমার টাকা ফেরত চাই। আমার টাকা ফেরত পেতে দোহার থানা পুলিশসহ সকলের সহযোগিতা চাই।