সিনিয়র প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ঢাকার দোহার ও নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জণগণ। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোর থেকে দোহারের সর্বস্থতরের জণগনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া কালেমা চত্তরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
অপর দিকে নবাবগঞ্জের বাগমারা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার পধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সদর শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় মিছিলে বিএনপি, বাংলাদেশ জামায়াত পার্টি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় ফিলিস্তিনে নিরিহ মানুষ হত্যা অবিলম্বে বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবি জানান বিক্ষোভকারীরা।