সিনিয়র প্রতিবেদক :
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনী কর্তৃক ইতিহাসের বর্বরোচিত হামলা ও নৃশংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় গ্রীণ লিভস্ ইসলামীক ইনস্টিটিউট এর আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) উপজেলার ইকরাশী-কাচারীঘাট এলাকায় বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের প্লাকাড ব্যবহার করে প্রতিবাদ জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকরা।
এ সময় মানববন্ধনকারীরা বলেন, ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও নৃশংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি জাতিসংঘসহ শান্তির পক্ষের সব পরাশক্তি দেশগুলোকে অচিরেই এ হামলা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি।