27 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষকের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার সুনামধণ্য বিদ্যাপীঠ কার্তিকপুর উচ্চ বিদ্যালয় এর অসুস্থ শিক্ষক নগেন্দ্র কুমার স্যারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দাড়িয়েছেন বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীরা।

জানা যায়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার স্যার তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এমন সংবাদে ব্যচ-৯৫, ৯৬, ৯৭, ৯৮ ও ২০০১ এর প্রাক্তন শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিয়ে তাদের শিক্ষকের পাশে দাড়ান। শুক্রবার (৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলতায়ন কক্ষে শিক্ষক নগেন্দ্র কুমার স্যারের হাতে নগদ ২ লাখ ৪৩ হাজার টাকা সহায়তা তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই-আজম বলেন, তোমরা আজকে দৃষ্টান্ত তৈরি করলে। তোমাদের দেখে সকল শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তোমরা যে আমাদেরকে ভুলে যাওনি এটাই আমাদের প্রতি তোমাদের সম্মান ও ভালোবাসা। তোমরা যে যখনই সময় পাবে স্কুলে আসবে এবং স্কুলের ভালোমন্দের খোঁজ খবর রাখবে।

এ সময় প্রক্তন শিক্ষার্থীরা জানায়, নিয়মের ধারাবাহিকতায় আমরা স্কুল থেকে দূরে চলে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের প্রাণ। জীবনের আনন্দময় শ্রেষ্ঠ সময়গুলোই পার করেছি এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের আমরা কখনোই ভুলতে পারবো না। কর্মজীবনের তাগিদে আমরা একেক জায়গায় থাকলেও স্কুল জীবনকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।

এ সময় উপস্থিত ছিলেন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ, সিনিয়র শিক্ষক আবু মোঃ হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার, ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন, মোঃ হুমায়ূন কবির মোল্লা, ৯৬ ব্যাচের বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, তানিয়া রহমান, মোঃ দেলোয়ার শিকদার, ৯৮ ব্যাচের ইঞ্জিনিয়ার হুমায়ুন, ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল ও মনির হোসেন, ২০০১ ব্যাচের ডা. শামীম ও পুলিশ ইন্সপেক্টর সিরাজুল ইসলামসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!