নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) থানা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বাগমারা বাজারে জামায়াতের নিজ কার্যালয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন বলেন, আগামীতে দেশ গড়তে আমাদের সবাইকে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এবং নবাবগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আলী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, ডাঃ মোঃ সোহেল, বিশিষ্ট শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি আব্দুল কাদের, নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্রেটারি মোস্তাক আহমেদ, মোঃ সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।