সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় জমি নিয়ে বিরুধের জেরে প্রতিবন্ধী এক নারীসহ একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে তারই প্রতিবেশী আবু তালেব শরিফ এর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সামছু শিকদার ও তার স্ত্রী ছাহেরা খাতুন, ছেলে আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন, নাতি শুকুর আলী এবং ভাতিজি জান্নাতী। এ ঘটনায় ঘটনাস্থল ও সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন দোহার থানা পুলিশ।
আহত সামছু শিকদার অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে প্রতিবেশী আবু তালেব শরিফ ও তার লোকজন জোড় করে আমাদের বাড়ির সীমানায় ইটের দেওয়াল নির্মাণ করতে আসেন। তখন আমাদের মধ্যে বাকবিতন্ডতা হলে আবু তালেবের নের্তৃত্বে প্রায় ২৪/২৫ জন লোক আমাদের পরিবারের উপর অর্তকিত হামলা করে। পরে আমি ও আমার স্ত্রী সাহেরা খাতুনসহ আমার পরিবারের ৬ জনকে লাঠি, রট ও ছুড়ি দিয়ে আঘাত করে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।