দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
শহীদ তজু টিটো ফাউন্ডেশন মানিকগঞ্জ এর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় শহীদ তজু এবং টিটু এর ভাই জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোহাম্মদ রফি (অপু) তার নিজ বাড়িতে এ অর্থ বিতরণ করেন।
এ সময় গোলাম মোহাম্মদ রফি (অপু) বলেন, অসহায় দুঃস্থ এতিমদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে শহীদ তজু-টিটো ফাউন্ডেশন। প্রতি মাসে একবার করে তাদেরকে সহায়তা দেওয়া হবে। পর্যায়ক্রমে এই ফাউন্ডেশন এর বিস্তৃতি ঘটবে।
এ সময় গোলাম আবেদীন কায়সার, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদসহ সেওতা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।