32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

দোহারে শিক্ষার্থীকে পিটিয়ে জখম

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদকঃ
ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেনকে বেত্রাঘাত করে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলামের বিরোদ্ধে। বেত্রাঘাতে আহত শিক্ষার্থীকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থী আবির হোসেন উপজেলার শিলাকোঠা গ্রামের কাতার প্রবাসী মিন্টু মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার স্কুলে ইংরেজি ক্লাস চলাকালীন আবির হোসেনের পাশের শিক্ষার্থী পলিথিনে মোড়ানো পিছফলের খোসা স্কুল ব্যাগে রাখার সময় ইংরেজি শিক্ষক তৌহিদুল ইসলামের নজরে পড়ে। তখন তিনি ওই শিক্ষার্থীর কাছে জানতে চায় ব্যাগে কী রাখছো।

শিক্ষার্থী জানায়, আবির স্কুলে পিছফল নিয়ে এসেছিল তা খাওয়ার পর খোসা ব্যাগের ভিতর রাখছি। শ্রেণিকক্ষে পিছফল খাওয়ার অভিযোগে আবির হোসেনকে বেত দিয়ে আঘাত করে। এতে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও লালচে দাগ হয়ে যায়। এ সময় সহপাঠীরা তাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে গেলে আবিরের পরিবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।

শিক্ষার্থীর মা কোহিনুর বেগম বলেন, আমার ছেলে অপরাধ করে থাকে তাহলে তাকে শাসন করে দিতে পারতো কিন্তু তারা যেভাবে মারধর করেছে তা বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। ওই শিক্ষকের বিরোধে এর আগেও একাধিক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলাম জানান, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!