নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোঃ ইব্রাহীম (৩৫) নামের একজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
কারাদন্ডপ্রাপ্ত মোঃ ইব্রাহীম আমতলী থানার সোনাখালী গ্রামের বশির হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মেঘুলা বাজার সংলগ্ম পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে মোঃ ইব্রাহীম নামের এক শ্রমিককে আটক করে এবং ৩টি ড্রেজার ধ্বংস করে। পরে ইব্রাহীমকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ জানান, পদ্মা নদীতে অভৈধভাবে বালু উত্তোলনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।